ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

দেন্দুয়ায় প্রথমবার ৯টি বুথে জয় তৃণমূলের, মানুষের জয় বললেন মনোজ তেওয়ারি

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় / কাজল মিত্র, সালানপুর, ১৭ এপ্রিলঃ আসানসোল লোকসভা উপনির্বাচনে ঐতিহাসিক জয় তৃণমূল কংগ্রেসের। তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা।এই জয় আসানসোলের বুকে একটা ইতিহাস। আর অন্যদিকে সেই ঐতিহাসিক জয়ের মধ্যে দিয়ে ইতিহাস তৈরী হলো আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতে।প্রথমবার দেন্দুয়ার ৯টি বুথে জয়লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসের।আর এই জয় দেন্দুয়া অঞ্চলের প্রতিটি মানুষের জয় বলে জানালেন দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ তেওয়ারি।

তিনি বলেন, এত উন্নয়ন আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গুলি উন্নয়ন মূলক প্রকল্পের জন্য মানুষজন আশীর্বাদ দিয়েছেন।এই এলাকায় আরো উন্নয়ন বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, দেন্দুয়া এলাকার সমস্ত নেতৃত্ব ও কর্মীরা যেভাবে একত্রিত ভাবে খেটেছে তার প্রমান হলো দেন্দুয়ার এই ফল । উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা মবিন খান,বাবাই ঘোষাল,যুব নেতা বিজয় সিং সহ আরো অনেকে।

Leave a Reply