মিডডে মিল খাবার জায়গা উদ্বোধন হলো হিন্দুস্তান কেবলস পুরনো কলোনির হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-রাজ্য সরকারের তরফে প্রতিটি স্কুলে মিড ডে মিল বসে খাওয়ার জন্য স্থায়ী আসন তৈরি করা হচ্ছে । -এমনই চিত্তরঞ্জন চক্রের প্রতিটি স্কুলেই এইভাবে স্থায়ী ভাবে সিমেন্টের বসার জায়গা এবং খাওয়ার থালা রেখে খাবার উঁচু জায়গা করা হচ্ছে । যাতে করে বাচ্চারা আরাম করে বসে খাবার খেতে পারে।আজ এমন এক আনুষ্ঠানিকভাবে
মিডডে মিল খাবার জায়গা উদ্বোধন হলো হিন্দুস্তান কেবলস পুরনো কলোনির হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে ।
এই স্কুলে সালানপুর ব্লকের চিত্তরঞ্জন চক্র এর তরফে স্কুলের ফাঁকা জায়গায় রঙিন টিনের ছাউনির তলায় এই স্থায়ী খাওয়া – দাওয়ার বন্দোবস্ত হচ্ছে । বুধবার এই রকমই একটি স্থায়ী শেড ও খাওয়ার জায়গার এর সূচনা করলেন চিত্তরঞ্জন চক্রের বিদ্যালয় পরিদর্শক পাপিয়া মুখোপাধ্যায় ।সঙ্গে ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং , শিক্ষক নেতা বিপ্লব মন্ডল , স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা । জানা গেছে ৩ লক্ষ ৭৮ হাজার টাকা খরচ করে ৬১০ বর্গফুটের এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । রোদ জল ঝড় যাই হোক না কেন স্কুলের পড়ুয়ারা নিশ্চিন্তে এখানে মিড ডে মিল আহার করতে পারবে । এস আই পাপিয়া মুখোপাধ্যায় বলেন এই চক্রের প্রতিটি স্কুলেই পর্যায়ক্রমে এই ব্যবস্থা গড়ে তোলা হবে । এখনই বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে পাকাপোক্ত এই নির্মাণ হয়েছে , ধীরে ধীরে সব স্কুলেই এমন বাবস্থা করা হবে।