PANDESWAR-ANDAL

ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে সর্বস্ব চুরি, তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর, অন্ডালঃ অন্ডালের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা মোহন পাল ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী,চলতি মাসের 17 তারিখ বাড়ীতে তালা মেরে বেড়াতে গেছিলেন বৈষ্ণদেবী । শুক্রবার সকাল সাতটা নাগাদ তারা বাড়ি ফেরেন। ফিরে চোখ চরক গাছ।।
মোহন বাবু বলেন,”বাড়ী ফিরেই দেখি বাড়ির আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত পড়ে রয়েছে। বাড়ির জানালা ভেঙে চোরেরা বাড়ীর ভিতর ঢুকে নিয়ে গেছে নগদ টাকা সমেত সোনাদানা সবকিছুই। মোহন বাবুর স্ত্রী সন্ধ্যা পাল ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েন ।

তিনি বলেন একটা কাজের জন্য বাড়ীতে নগদ 10 হাজার টাকা রেখে গিয়েছিলেন। আজ শুক্রবার বাড়ী ফিরে দেখেন তার কয়েক ভরি সোনাদানা সমেত নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল । ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। বাড়ির লোকেদের থেকে সমস্ত তথ্য নিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হওয়ার পর পুলিশ জানাতে পারবে কি ভাবে হলো এই ঘটনা।।

বাড়িতে সর্বস্ব চুরি
বাড়ির মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে গহনার বাক্স

Leave a Reply