BARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

ADPC : ভিন রাজ্য থেকে আসা কয়লার গাড়ি পরীক্ষা

বেঙ্গল মিরর, সালানপুর ঃ- ( ADPC NEWS) ভিনরাজ্য অর্থাৎ ঝাড়খন্ড থেকে যেন কোনোভাবেই এই রাজ্যে অবৈধ কয়লা প্রবেশ করতে না পারে তার দিকে বিশেষ নজর দেওয়া শুরু করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত বর্ডার ডুবর্ডি চেকপোস্ট এ কুলটি থানার পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের কড়া নিরাপত্তা দেখা গেলো।

ভিনরাজ্য থেকে আগত কয়লা বোঝাই ট্রাক কে থামিয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে কাগজ পত্র। যে ট্রাকে কয়লা রয়েছে তা বৈধ না অবৈধ তা দেখা হচ্ছে। অবৈধ কয়লা কারবারের রাশ টানতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পদক্ষেপ দেখা গেলো। মুখ্যমন্ত্রীর নির্দেশ এর পরে কি এই বিশেষ নজর দেওয়া শুরু করলো পুলিশ কমিশনারেট প্রশ্ন তুলেছে বিরোধীরা।।

Leave a Reply