ASANSOL

প্রচণ্ড গরমে আসানসোল বুধা নেতাজী সংঘের পক্ষ থেকে সরবত, ঠান্ডা জল ও বাতাসা বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহ পুড়ছে আসানসোল শিল্পাঞ্চল। এই সময় যারা রোদে বের হন তারা অনেক সমস্যার সম্মুখীন হন। তৃষ্ণার্ত হয়ে পড়েন অনেকেই কিন্তু কাছাকাছি পানীয় জলের উৎস অনেকেই সময়ে খুঁজে পান না। এই ধরনের পথচারীদের স্বস্তি দেওয়ার জন্য শুক্রবার সকাল থেকেই আসানসোলে বুধাগ্রাম সরস্বতী মন্দিরের সামনে নেতাজী সংঘের পক্ষ থেকে পথ চলতি সাধারণ মানুষকে সরবত, ঠান্ডা জল ও বাতাসা খাওয়ানো হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে আসানসোল কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জী এই উদ্যোগের প্রশংসা করেন। পাশপাশি উপস্থিত ছিলেন জয় চক্রবর্তী ,ভোলা চক্রবর্তী, রাজেশ সামন্ত ,সোমনাথ দা, খোকন সামন্ত ,প্রদীপ সামন্ত, দীপক সামন্ত , কালু সামন্ত , রাজা সামন্ত, অন্তু সামন্ত, তারক কোনার, রকি ঘোষ, রাজা চক্রবর্তী , শীভম কোনার প্রমুখ।

এই উপলক্ষ্যে আসানসোল কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জী বলেন, “এই সংগঠনের পক্ষ থেকে গ্রীষ্মের দাবদাহে পথচলতি মানুষের কষ্ট নিবারণ করার জন্য ক্লাবের সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে যা সত্যি প্রশংসনীয় কাজ। ক্লাবের এক সদস্য জয় চক্রবর্তী বলেন, প্রতি বছর ক্লাবের পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও পথচলতি মানুষকে কষ্ট লাঘব করার লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
এদিন প্রায় বেশ কয়েক হাজার পথচারীদের ও স্কুল ফেরত ছাত্রছাত্রীদের জল, সরবৎ, বাতাসা বিতরণ করা হয়।

Leave a Reply