RANIGANJ-JAMURIA

শ্রমিক দিবসে রাষ্ট্র উন্নয়নের শ্রমজীবি ও শ্রমিকশ্রেণীর আত্মত্যাগকে সম্মান জ্ঞাপণ অনুষ্ঠান করলো জনবাদী লেখক সংঘ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাষ্ট্র উন্নয়নের শ্রমজীবি ও শ্রমিকশ্রেণীর আত্মত্যাগকে সম্মান জ্ঞাপণ অনুষ্ঠান করলো জনবাদী লেখক সংঘ রানিগঞ্জ শাখা। সারা ভারত কোলিয়ারী মজদুর সভার কেন্দ্রীয় কার্য্যালয় ‘কয়লাশ্রমিক’ ভবন প্রাঙ্গণে রবিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও অয়োজন করে ।এদিন বিবেক চৌধুরী, অনুপ মিত্র, তারকেশ্বর পাণ্ডে, অরুণ পাণ্ডে,বিরজু যাদব, জীতেন্দ্র উপাধ্যায় উপস্থিত ছিলেন।সভাপতিত্ব করেন অধ্যাপক রামপুকার মিশ্র।

অনুষ্ঠানের শুরুতে বীরজু যাদব বলেন,
আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিক এবং শ্রমজীবী মানুষের জন্য উৎসর্গ করবার একটি বিশেষ দিন। শ্রমিক বিরোধী স্বেচ্ছাচারী শাসকদের দ্বারা শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার এই যুগে আজ মে দিবস পালনের প্রসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম-ভাষার ভিত্তিতে মেহনতি মানুষের জোট ভাঙার সাথে শ্রমিকদের দাসত্বে বেঁধে ফেলার চক্রান্ত চলছে। শ্রমিকদের নিজস্ব সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শ্রমিক ঐক্য মজবুত করতে হবে। এদিন মেহনতি শ্রমিক মজদুররা সংগীত, কবিতা পরিবেশন করেন।এ মঞ্চ থেকে বেঙ্গল পেপার মিল মজদুর ইউনিয়ন, রানিগঞ্জ রিফ্রাক্টরি এন্ড সিরামিক ইউনিয়ন, রানিগঞ্জ মিউনিসিপ্যাল মজদুর ইউনিয়ন, রানিগঞ্জ অয়েল ইন্ডাস্ট্রিজ ইউনিয়ন ও কয়লা শ্রমিক ইউনিয়ন(সি এম এস আই) কে সংবর্ধনা জানানো হয়।

Leave a Reply