BARABANI-SALANPUR-CHITTARANJAN

পানুডিয়াতে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, অবৈধ সম্পর্ক জেরে খুনের অভিযোগ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা/কাজল মিত্র :- ( Asansol News Live Today ) এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এর ঘটনা ঘটল বারাবনি ব্লকের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতাল আমবাগান ময়দানের ।জানা গেছে ওই এলাকার আমবাগানে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এর পরেই খবর দেওয়া হয় বারাবনি থানায় ।যদিও সেই আমবাগান এলাকায় একটি পুলিশ ক্যাম্প রয়েছে তবুও কারো চোখে ঘটনাটি পড়েনি ।স্থানীয়দের খবর পেয়েই। ঘটনাস্থলে পুলিশ আসে ।জানাজায় মৃত ওই ব্যক্তির নাম রঞ্জিত সিংহ(৩৪) ।

barabani police station


পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বারাবনি থানা নিয়ে যান।স্থানীয় সূত্রের খবর এই খুন প্রেমঘটিত কারণে হয়েছে বলে অনুমান । যতক্ষন পর্যন্ত সঠিকভাবে ময়নাতদন্তের রিপোর্ট না আসে ততক্ষন পুলিশ অপেক্ষায় রয়েছে।তবে পুলিশ সূত্র অনুসারে জানা গিয়েছে বারাবনি থানার মিঝানডি হুচুক পাড়া গ্রামের এক মহিলার সঙ্গে রঞ্জিত এর অবৈধ সম্পর্ক ছিল যার জেরেই এই খুন। কিছুদিন আগে ওই গ্রাম থেকে রাম নামে এক ব্যক্তি রঞ্জিত সিংহের বাড়িতে তার স্ত্রীর সামনে তাকে মার্ডার করার হুমকি দেয় বলে জানা গিয়েছে।এই ঘটনার পর পুলিশ মিঝানডি হুচুক পাড়া থেকে ওই মহিলাকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে খবর।

Leave a Reply