KULTI-BARAKAR

নিয়ামতপুরে EB ও কুলটি থানা পুলিশের যৌথ অভিযানে আটক ১, ভেজাল তেল বাজেয়াপ্ত

বেঙ্গল মিরর,কাজল মিত্র :- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপূরের লিথুরিয়া রোডের এক ব্যবসায়ীর দোকানে মঙ্গলবার দুপুরে ইনফরসমেন্ট ডিপার্টমেন্ট (ED)এবং কুলটি থানার পুলিশ যৌথ অভিযান চালায়।এই অভিযানে ব্যবসায়ী অনিষ শর্মাকে আটক করা হয় ।

জানা যায় স্থানীয় ব্যবসায়ী অনিশ শর্মা অবৈধভাবে ডুবলিকেট নিহার তেল বিক্রি করত আর এরই অভিযোগ পেয়ে ইনফরসমেন্ট ডিপার্টমেন্টতার দোকানে অভিযান চালিয়ে বহু পরিমাণের নকল নেহার তেলের বোতল ও সামগ্রী বাজেয়াপ্ত করে ।এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে কুলটি থানাতে নিয়ে আসা হয় ।পুলিশ তদন্ত শুরু করেছে কোথায় এবং কিভাবে এই ভেজাল তেল তৈরির কারবার চলছে ।

Leave a Reply