বিশেষ অভিযান চালিয়ে ৭০ জনকে আটক করে রানিগঞ্জ থানার পুলিশ, ১৯ জনকে আদালতে পাঠায়, উদ্ধার আগ্নেয়াস্ত্র
বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরণ মুখার্জি ঃ শুক্রবার রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 70 জন ব্যক্তিকে রানীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করল। যাদের মধ্যে 51 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ না থাকায় তাদের ব্যক্তিগত জামিনে মুক্তি দেয় পুলিশ। সেখানেই 19 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এর প্রেক্ষিতে শনিবার অভিযুক্তদের বিচার বিভাগীয় তদন্তের জন্য আসানসোল জেলা আদালতে পাঠায় পুলিশ।




জানা গেছে ধৃতদের মধ্যে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে কুমোর বাজারের চিনকুটি মোড় এলাকার বাসিন্দা শ্রীমন্ত গড়াই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করার বিষয়টি পুলিশ প্রশাসন গোপন সূত্রে জানতে পেরে অতর্কিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এছাড়াও বেশ কিছু ওয়ারেন্টের আসামী ও গুরুতর অপরাধ করার অভিযোগে বেশকিছু জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে তাদের বিচার বিভাগীয় তদন্তের জন্য আসানসোল জেলা আদালতে পাঠানো হয়।