KULTI-BARAKAR

তিনদিন থেকে বাংলা ঢোকার ছাড়পত্র নেই কয়লা বোঝাই গাড়ির , জাতীয় সড়ক অবরোধ চালকদের

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– ( Asansol News Live Today )পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমানার ডুবুড়ি চেকপোস্ট এলাকায় চেকিং অভিযান চলাকালীন পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন অবৈধ কয়লার কারবারের রাশ টেনে ধরতে চাইছে ।আর সেই কারণে ভিন্ন রাজ্য থেকে যে কোনো কয়লা বোঝাই গাড়ি বৈধ কাগজ যাচাইয়ের জন্যে এ রাজ্যে প্রবেশের মুখেই ডুবুড়ি চেকপোস্টএ এলেই তা আটকে দেওয়া হচ্ছে পাশাপাশি ছোটো ছোটো কল কারখানাগুলি তাদের জ্বালানির কয়লা আনছে ভিন রাজ্য থেকে।এরফলে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেক পোষ্টে একসাথে একাধিক কয়লা বোঝাই গাড়ির সমাবেশ ঘটছে ৷ সময়ে কাগজের বৈধতা যাচাইয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও দেরী হচ্ছে ৷

প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে ইসিএল বিসিসিএল সিসিএলের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে ।কিন্তু মেলের উত্তর যথা সময়ে না এসে পৌঁছানোতে বিপাকে পড়ছেন চালকেরা।যে কয়লা তাদের ২৪ ঘন্টায় আনলোড হওয়ার কথা তা গাড়িতে বোঝাই অবস্থাতে সীমান্তেই তিনদিন থেকে দাঁড়িয়ে আছে ।এই অবস্থায় চালকদের ভাঁড়ারে টান পড়ছে। তাই তারা বাধ্য হয়ে সোমবার রাত্রে বাংলা থেকে ঝাড়খণ্ড ধানবাদ গামী জাতীয় সড়ক অবরোধ করে দেয় ৷প্রায় ঘন্টাদুয়েক অবরোধের পর মাইথন থানার পুলিশের আশ্বাসে অবরোধে উঠে যায় ।

Leave a Reply