RANIGANJ-JAMURIA

রাণীগঞ্জ বল্লভপুর পেপার মিল তিন দিন পার হয়ে গেলেও শুরু হলো না

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: তিন দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে শুরু হলো না রানীগঞ্জের বল্লভপুর পেপার মিলের উৎপাদন। জানা গেছে পেপার মিল কারখানায় পর্যাপ্ত পরিমান কয়লা এসেনা পৌঁছানোর কারণে পেপার মিলের উৎপাদন ব্যাহত হয়েছে। এর সাথেই পেপার মিলের অস্থায়ী যারা কর্মী রয়েছেন তারা অনেকেই ঠিকাদারের আন্ডারে থাকায় কাজ পাচ্ছেন না পেপার মিলে। নো ওয়ার্ক নো পে হওয়ার কারণে এই মূল্যবৃদ্ধির বাজারে ঐসকল অস্থায়ী ঠিকা শ্রমিক দের অবস্থা হয়ে উঠেছে শোচনীয়।

এ নিয়ে ইতিমধ্যেই বাম শ্রমিক সংগঠন সিটু দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ কেন পর্যাপ্ত পরিমাণ জ্বালানির কয়লা মজুদ করে রাখেন নি। বুধবার কাঁচামালের যোগান কারখানায় এসে পৌঁছলে পৌঁছয়নি জ্বালানির কয়লা। তাই নামমাত্র শ্রমিক নিয়ে পেপার মিলে চলছে মেনটেনেন্স এর কাজ। যদিও এতসব কিছু হয়ে যাওয়ার পরও পেপার মিল কর্তৃপক্ষ লিখিতভাবে কোন কিছুই জানাননি তাদের নোটিশ বোর্ডে।

read also : তিনদিন থেকে বাংলা ঢোকার ছাড়পত্র নেই কয়লা বোঝাই গাড়ির , জাতীয় সড়ক অবরোধ চালকদের

read also : *Clean Maithon, Green Maithon” গড়ে তুলতে প্রশাসনিক বৈঠকে নতুন কমিটি গঠন

Leave a Reply