RANIGANJ-JAMURIA

ডিকশনারিতে করাপশন শব্দ খুঁজতে হবে না টিএমসি লিখলেই সবাই জেনে যাবে : অগ্নিমিত্রা পাল

বেঙ্গল মিরর, চরন মুখার্জি, রানিগঞ্জ ঃ আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল শুক্রবার বিকেলে রানীগঞ্জের গ্রাম পঞ্চায়েতের চেলোদ বাজার এলাকায় পাড়ায় -পাড়ায় দিদিভাই কর্মসূচিতে শামিল হলেন। এদিন তিনি এলাকার সাধারণ গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা শুনে কিভাবে তার সমাধান সম্ভব সে সকল নিয়ে নিজের মত স্পষ্ট করলেন। একই সাথে তিনি তার বক্তব্যে দাবি করলেন সমগ্র এলাকায় সবথেকে প্রবল সমস্যা হল পানীয় জলের যা সমাধানের লক্ষ্যে বারংবার বিভিন্নভাবে দাবি করা হলেও জলের সমস্যা সমাধানের কোনো উদ্যোগই নেয়া হয়নি। এছাড়াও আবাসন প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তার দাবি এলাকার অন্যান্য সংস্থা গুলির মধ্যে অন্যতম হাড়াভাঙ্গা ব্রিজ নিয়ে এলাকাবাসীর সমস্যা যা এই বর্ষার সময় কালেও গড়ে তোলার কোনো উদ্যোগ নেয়নি রাজ্য সরকার বলে দাবি করে ইদানীংকালে তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গ তুলে তিনি দাবি করলেন এরপর আর ডিকশনারিতে করাপশন শব্দ খুঁজতে হবে না টিএমসি লিখলেই সবাই জেনে যাবে করাপশনের কথা, বলেই তিনি তৃণমূলকে কটাক্ষের সুরে বেঁধেন। সাম্প্রতিক কালে রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রীর কথা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি দুর্নীতির বিভিন্ন প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হন।

Leave a Reply