ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে অবৈধভাবে নেওয়া আঠারোটি বাড়ির জলের সংযোগ কেটে দিল পুরনিগম

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : শনিবার রানীগঞ্জের 33 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবীমোড় সংলগ্ন 6 -7 নম্বর কলোনি এলাকায় শনিবার হটাৎ করে অভিযান চালায় আসানসোল কর্পোরেশন এর বিশেষ দল। এদিন তারা অবৈধভাবে জলের সংযোগ নেওয়া আঠারোটি বাড়ির জল সরবরাহের পাইপ লাইন কেটে দিয়ে জল সংযোগ বন্ধ করে।

জানা গেছে ওই সকল বাড়িগুলোতে অন্যায় ভাবে জনসংযোগ নেওয়া হয়েছিল, এই ঘটনার খবর পাওয়া পর পৌর প্রশাসন ঐ বাড়িগুলির জলের সংযোগ বন্ধ করে। ওই বাড়ির মালিকেরা যদিও দাবি করেছে তারা কর্পোরেশনের এক ব্যক্তিকে জলের সংযোগ দেওয়ার জন্য টাকা দিয়েছে সেই ব্যক্তি তাদের চুপিসারে জলের সংযোগ দিয়েছে বলেই দাবি করেছে তারা।

এ বিষয়ে কর্পোরেশনের বাস্তুকার ইন্দ্রজিৎ কনার জানিয়েছেন এ বিষয়টি নিয়ে তারা তদন্ত করবেন ও যে দোষী ব্যক্তি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে ও আইন মোতাবেক ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন সকাল থেকে হওয়া অভিযানে 18 জন ব্যক্তির বাড়িতে জলের অবৈধ সংযোগ কাটা হয়। আগামীতেও এ ধরনের অবৈধ সংযোগ কাটা হবে বলে জানিয়েছেন আসানসোল কর্পোরেশন এর বাস্তুকার।

Leave a Reply