ASANSOL

ACPL চ্যাম্পিয়ন হল HEARTLAND DRAGONS

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আইপিএলের আদলে, হার্টল্যান্ড ড্রাগনস(HEARTLAND DRAGONS) আসানসোল ক্লাব প্রিমিয়ার লিগ (ACPL) চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে হার্টল্যান্ড ড্রাগন আসানসোল টাইগার্সকে হারিয়ে শিরোপা জিতে নেয়। সোমবার সন্ধ্যায় আসানসোলের ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত ক্রিকেট লিগ উপলক্ষ্যে ক্লাব সদস্য ও তাদের পরিবার ছাড়াও খেলোয়াড়দের মধ্যে প্রচুর উৎসাহ লক্ষ্য করা যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্ত, সমাজকর্মী সুচিস্মিতা উপাধ্যায়।

১) বিজয়ী: হার্টল্যান্ড ড্রাগনস, ২) রানার-আপ: আসানসোল টাইগার্স , ৩)ফাইনাল সেরা বোলার অফ দ্য ম্যাচ: আশিস আগরওয়াল,৪) ফাইনাল সেরা ব্যাটসম্যান অফ দ্য ম্যাচ: আনন্দ আগরওয়াল,৫) ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ: আনন্দ আগরওয়াল, ৬) টুর্নামেন্টের ফিল্ডার: অভিষেক গোপালকা ৭) টুর্নামেন্টের সেরা এন্টারটেইনার: অঙ্গদ ভারারা ৮)টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার: অভিষেক গোপালকা ৯) টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নেওয়া খেলোয়াড় : হর্ষ খান্ডেলওয়াল ১০) ম্যান অফ দ্য সিরিজ: হর্ষ খান্ডেলওয়াল ১১) ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: আসানসোল টাইগার্স ১২) টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা : অভিষেক গোপালকা

ওই সময় ক্লাবের সভাপতি সোমনাথ বিসওয়াল, সম্পাদক শোভন নারায়ণ বসু ছাড়াও বিনোদ গুপ্ত, শচীন রায়, অতুল দাস, রাকেশ শর্মা, রাকেশ গোপালকা, সুপ্রভাত বিসওয়াল, এইচএস কাপুর, তারানজিৎ সিং ওয়াধেরা জিত্তি, বাবলু অরোরা, গগনদীপ সিং সালুজা, প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply