KULTI-BARAKAR

Menstrual Hygiene Day : যৌনকর্মীদের নিয়ে সচেতনা শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত লছিপূরের নিষিদ্ধপল্লী এলাকা চবকা দূর্বার মহিলা সমন্বয় কমিটির কার্যালয় স্থানীয় যৌনকর্মীদের নিয়ে সমাজসেবী সংস্থা .নিফা সংস্থার পক্ষ থেকে এক সচেতনা শিবিরের আয়োজন করা হলো আজ শনিবারে ।মেনসটুরাল হাইজেনী দিবসের উপলক্ষে ।

যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন সংস্থার সর্বভারতীয় সভাপতি অনিমেষ দেব রায় , রাজ্য সভাপতি অনুপম ভট্টাচার্য , জেলা সভাপতি রবিন গঙ্গোপাধ্যায় , জিতেন্দ্র শ্রীবাস্তব মহিলা সমিতি থেকে পাপিয়া পাপিয়া দেবরায় , প্রনীতা দেব রায় সহ অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *