ASANSOL

আসানসোলের জুয়েলারি পরীক্ষা ল্যাবে দুঃসাহসিক চুরি, ২৫ লক্ষ টাকার গয়না লুটের অভিযোগ মালিকের

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়/দেব ভট্টাচার্য,, আসানসোল, ২৯ মেঃ আসানসোল দক্ষিণ থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে জিটি রোড লাগোয়া আসানসোল বাজারের ঘাঁটি গালিতে একটি জুয়েলারি টেস্টিং ল্যাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। দূষ্কৃতিরা রাতের অন্ধকারে ল্যাবের পাশের গলি দিয়ে গ্রিলের জানালা কেটে ল্যাবের ভেতরে ঢোকে বলে জানা গেছে। তারা ২৫ লক্ষ টাকার গয়না চুরি করেছে বলে মালিক সঞ্জয় সত্যবান জানান। তার মধ্যে রয়েছে ৮০০ গ্রাম সোনা ও ১০ কেজি রুপোর গয়না। এছাড়াও ল্যাবে থাকা নগদ ২৮ হাজার টাকাও দূষ্কৃতিরা লুঠ করে পালায়। রবিবার সকালে এই ঘটনার কথা জানা জানি হওয়ার পরে পুরো বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘাঁটি গলি ও তার আশপাশের এলাকায় শতাধিক গয়নার দোকানে রয়েছে। এই চুরির ঘটনায় এইসব দোকানের মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসে ও অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের দোকানের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।


ল্যাবের মালিক সঞ্জয় সত্যবান জানান, ঘাঁটি গলিতে রয়েছে আমার গয়না পরীক্ষার ল্যাব। যেখানে সোনা-রূপার গয়না পরীক্ষা করা হয়। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ কর্মীরা যখন ল্যাব বন্ধ করে যায়, তখন সবকিছু ঠিকঠাক ছিল। অন্যদিনের মতো রবিবার সকালে দোকান খুলতে আসি। সামনের শাটার ঠিক ছিল। কিন্তু ভেতরে ঢুকতেই তাদের হুঁশ উড়ে যায়। আলমারি ও লকার ভাঙচুর করা হয়। সেখান কোন গয়না পাওয়া যায়নি। ক্যাশ বাক্সে টাকা নেই। পরে দেখি ল্যাবের পাশে গলিতে জানালার গ্রিলও কাটা রয়েছে । তিনি বলেন, অপরাধীরা পাশের গলির সেই জানালা দিয়ে ল্যাবে ঢুকে ৮০০ গ্রাম সোনা , ১০ কেজি রূপোর গয়না ও নগদ ২৮ হাজার টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে তা হবে প্রায় ২৫ লক্ষ টাকা। মালিক বলেন, ল্যাবে লাগানো সিসিটিভি ত্রুটির কারণে বন্ধ হয়ে রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

*Asansol में Multi Speciality अस्पताल का शिलान्यास*

Leave a Reply