PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বর নতুন বিলপাহাড়ি গ্রামে নবনির্মিত দুটি দুর্গামন্দিরের উদ্বোধন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, পাণ্ডবেশ্বর:পাণ্ডবেশ্বর বিধানসভার নতুন বিলপাহাড়ি গ্রামে নবনির্মিত দুটি দুর্গামন্দিরের শুভ উদ্বোধন । পান্ডবেশ্বর বিধান সভার বিলপাহাড়ি গ্রাম, খোলামুখ খনির সম্প্রসারণের কারণে গ্রামটির পুনর্বাসন হয় নতুন জায়গায়। জায়গার নাম করণ করা হয় নতুন বিলপাহাড়ি ।বুধবার সেই পুরনো বিলপাহাড়ি গ্রামের সমস্ত দুর্গামন্দিরের প্রথামত নতুন বিলপাহাড়ি গ্রামে প্রতিষ্ঠিত করা হল। এই অনুষ্ঠানের সাথে হল আধ্যাত্বিক হরিসভা।এই শতাব্দী প্রাচীন পুরানো বিলপাহাড়ি গ্রামের সমস্ত দেবদেবীদের প্রথা মত প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়ার জেনারেল ম্যানেজার কিশোর কুমার,জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী প্রমূখ বিশিষ্টজনেরা।

আজকের এই শুভ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিনের এই শুভ অনুষ্ঠানে বিধায়ক জানালেন, আজকের দিনে শতাব্দীপ্রাচীন দেব দেবতার বাসস্থান মন্দির সেই মন্দিরের পুরনো স্থান থেকে নতুন জায়গায় নতুনভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হলো । এই দিনটি চিরস্মরণীয় করে রাখার দিন।এই বিল পাহাড়ি গ্রামের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে।এই গ্রামের মানুষ বরাবরই আমার সঙ্গে থেকেছেন,তাই এরকম শুভ অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি ।

Leave a Reply