ASANSOLRANIGANJ-JAMURIA

নম্বর বদলে কয়লা নিয়ে যাওয়ার অভিযোগ, আটক সাতটি ডাম্পার

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়/ চরণ মুখার্জি আসানসোল, ৪ জুনঃ আসানসোলের ইসিএল সাতগ্রাম ডিপো থেকে নম্বরে কারসাজি করে নিয়ে যাওয়ার সময় শনিবার কয়লা বোঝাই সাতটি ডাম্পার বাজেয়াপ্ত করা হয়। ইসিএলের শ্রীপুর এলাকার কালিপাহাড়ি ওসিপি থেকে ডাম্পারের সংখ্যার কারসাজি করে কয়লা বোঝাই যাচ্ছিলো সাতগ্রাম ডিপো থেকে। এরিয়া জেনারেল ম্যানেজার এম কে জোশীর নেতৃত্বে হওয়া এই অভিযানে এই কয়লা ধরা পড়ে।

যে ৭টি ডাম্পার ছিল যার নম্বরে অন্য স্টিকার লাগানো আছে এই খবর পেয়ে এই অভিযান চালানো। পরে পুলিশকে জানানো হয়। কালি পাহাড়ি থেকে কয়লা চুরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বলা হচ্ছে, এর মধ্যে অনেক নম্বর ইসিএলের কালো তালিকাভুক্ত। সেই সব নম্বর গোপন এই কয়লা নিয়ে যাওয়া হচ্ছিলো। কয়লা বোঝাই সাতটি ডাম্পার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply