ASANSOLRANIGANJ-JAMURIA

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃতী ছাত্রী অনন্যা দাশগুপ্ত কে সম্বর্ধনা

বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ গির্জা পাড়ার বাসিন্দা অনন্যা দাশগুপ্ত গতকাল মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করার পর থেকেই আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে এবং জেলার মানুষ গর্বিত। এরই সঙ্গে সাধারণ মানুষ থেকে বিভিন্ন সংগঠন ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। সফল কৃতী ছাত্রী অনন্যা দাশগুপ্ত কে সম্বর্ধনা প্রদান করতে হাজির হন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের কো অর্ডিনেটর অভিনব মুখার্জী। একইসঙ্গে উপস্থিত হয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃতি ছাত্রীকে সম্বর্ধিত করেন শুভ ভট্টাচার্য, শিবম লাহা, প্রেম ব্যানার্জি,বিশ্বরূপ দাস,দেবনাথ মুখোপাধ্যায়, সুনয় গাঙ্গুলি প্রমুখ।

তারা শনিবার ওই ছাত্রীর বাড়ির সদস্যদের মাঝে উপস্থিত হয়ে তাকে ফলের তোড়া ও উপহার সামগ্রী প্রদান করার সাথে তার আগামী দিনের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে জানেন।এদিন অভিনব মুখার্জী বলেন যে, ” শিল্পাঞ্চলের মানুষ রীতিমত গর্বিত অনন্যার এই কৃতিত্বের জন্য। ইচ্ছে শক্তি থাকলে মানুষ যে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন এটাই তার উদাহরণ। জেলা তৃণমূল ছাত্র পরিষদ যেকোনো সহায়তার জন্য অনন্যার পাশে রয়েছে।”

Leave a Reply