রানীগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) কেন্দ্রের মন্ত্রীরা মূল্যবৃদ্ধি নিয়ে মজাক শুরু করেছে। এক কেন্দ্রীয় মন্ত্রী বলছেন মূল্য বৃদ্ধি হলে নাকি চাষীদের লাভ । এই বলেই রুপেশ যাদব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে জানান কথায় আছে না কাটা ঘায়ে নুনের ছিটে,সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে তারা মানুষকে হয়রান করতে চাইছেন বলেই দাবি করলেন বিক্ষোভ মিছিলে রুপেশ যাদব ।
রবিবার বিকেলে রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারির এক নম্বর এলাকা থেকে প্রতিবাদী মিছিল বের করা হয় রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির রুপেশ যাদবের নেতৃত্বে। এদিন তারা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির হ্রাস করার দাবি, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হ্রাস করার দাবি, 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবি, করার সাথেই কেন্দ্রের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ কে অবহেলা করছে বলে দাবি করলেন। এদিন তাদের বিক্ষোভ মিছিল মহাবীর কোলিয়ারি থেকে শুরু হয় ওই এলাকার বিস্তীর্ণ অংশ পরিক্রমা করে বাবুপুর এলাকায় গিয়ে শেষ হয় মিছিল শেষে বক্তব্য রাখেন রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 37 নাম্বার ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর রুপেশ যাদব।