ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোল চ্যালেঞ্জ ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বুধবার 42 তম আসানসোল চ্যালেঞ্জ ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2022 দোমহানি কেলেজোড়া ফুটবল মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন হলো 16 টি ফুটবল দলকে নিয়ে আজ থেকে আরম্ভ হলো আজ প্রথম দিন মুখোমুখি হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন ভার্সেস মুসলমানি বীরভূম খেলা-প্রথম থেকে খেলার কোন ফলাফল না হবার পরে ট্রাইবেকার মাধ্যমে খেলা শেষ হয় খেলায় এক গোলে জয়ী হয় চিত্তরঞ্জন দেশবন্ধু সংঘ

এই অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য Asit Sing পশ্চিম বর্ধমান বনভূমির কর্মাধ্যক্ষ পূজা মাড্ডি বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী তুহিন মুখার্জি দিনেশ দাস নির্মল সরকার বারাবনি থানার এসআই দেব সী চক্রবর্তী দমহানি গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা সিং জাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেসব রাউত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *