BARABANI-SALANPUR-CHITTARANJAN

উচ্চ মাধ্যমিকে জেলায় পঞ্চম স্থান অধিকারী দীপ্তিকে সংবর্ধনা দিলেন মেয়র

বেঙ্গল মিরর , কাজল মিত্র :- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন সালানপুর ব্লকের ডোমদোহা গ্রামের বাসিন্দা দুলাল গরাই য়ের কন্যা সন্তান চিত্তরঞ্জন মহিলা সমিতি হাই স্কুলের ছাত্রী দীপ্তি গরাই।তার প্রাপ্ত নাম্বার ৪৮২।তারই বাড়ি গিয়ে ফুলের তোড়া,কলম ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দিলেন মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়।সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ বিশিষ্টজনেরা।

বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন তার পড়াশোনার জন্য যা কিছু অসুবিধা হবে তার পাশে আমি এবং আমাদের দলের প্রতিটি মানুষ সর্বদায় থাকবে।তিনি আরো বলেন গ্রামের গরীব পরিবারের মেয়ে এত সুন্দর ফলাফল করেছে তাতে পুরো বিধানসভার মানুষ খুশি।
এই প্রসঙ্গে দীপ্তি গরাই বলেন আজ আমি খুব খুশি আমাকে শুভেচ্ছা জানাতে মেয়র তথা আমাদের বিধায়ক বাড়িতে এসেছেন।

তাছাড়া দীপ্তি গরাই আরো বলেন তার লক্ষ্য হলো ভূগোল নিয়ে আগামী দিনে পড়াশোনা করার।বাবা দিন মজুরের কাজ করে তাই বাড়িতে একটু আর্থিক সংকট রয়েছে কিন্তু বিধায়ক বিধান বাবু বলেছেন তার আগামী দিনে পড়াশোনার জন্য যা অসুবিধা হবে তার সমাধান তিনি করবেন।এই আশ্বাসে আমি খুব খুশি।দীপ্তির প্রাপ্ত ফলাফল হলো বাংলায় ৯৫ , ইংরেজিতে ৯৬,ভূগোলে ৯৮, পলিটিকেল সাইন্স ৯৮ এবং ফিলোজফিতে ৯৫ মোট ৪৮২।

Leave a Reply