BARABANI-SALANPUR-CHITTARANJAN

আদিবাসী পাড়ায় দুয়ারে সরকার,পরিদর্শনে জেলা পরিষদের সদস্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আদিবাসী পাড়ায় পাড়ায় শুরু হলো দুয়ারে সরকার।বারাবনির জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খয়েরবনি ফুটবল ময়দানে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে জেলা পরিষদ সদস্য অসিত সিংহ এবং জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত উপস্থিত থেকে আদিবাসীদের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিলাপ করেদেন।

তাছাড়া আদিবাসী মানুষদের সাথে বিভিন্ন সমস্যা বিষয় নিয়ে আলোচনা করেন অসিত সিংহ।এইদিন তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে আদিবাসী পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার।তাই আজ খয়েরবনির ফুটবল ময়দানে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়।রাজ্যের মুখ্যমন্ত্রীর একটাই লক্ষ্য রাজ্যের প্রতিটি মানুষ যেনো প্রতিটি প্রকল্পগুলি উপভোগ করতে পারে।

Leave a Reply