BARABANI-SALANPUR-CHITTARANJAN

পশ্চিমবঙ্গ গরাই তেলী কুল জনকল্যাণ সমিতির,পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় পঞ্চম স্থান অধিকারী দীপ্তিকে সংবর্ধনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন চিত্তরঞ্জন মহিলা সমিতি হাই স্কুলের ছাত্রী দীপ্তি গরাই।দীপ্তির প্রাপ্ত ফলাফল হলো বাংলায় ৯৫ , ইংরেজিতে ৯৬,ভূগোলে ৯৮, পলিটিকেল সাইন্স ৯৮ এবং ফিলোজফিতে ৯৫,মোট প্রাপ্ত নাম্বার ৪৮২।
সে সালানপুর ব্লকের ডোমদোহা গ্রামের বাসিন্দা দুলাল গরাইয়ের মেয়ে ।আর তার বাড়িতে গিয়ে ফুলের তোড়া,কলম ও মিষ্টি মুখ করিয়ে পশ্চিমবঙ্গ গরাই তেলী /কুল জনকল্যাণ সমিতির,পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।


এদিন এই কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলার সভাপতি বিধান মন্ডল রাজ্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য চন্ডী চরণ গড়াই, জেলা যুগ্ম সম্পাদক বীরেন গরাই,পলিমল গরাই সহ কমিটির সদস্যরা ।
সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক ওমান পত্র তুলে দেন সমিতির সভাপতি ও আগামী দিনে দীপ্তি গরাই এর শুভকামনা জানান সমিতির নেতৃত্বরা,ও সব রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সমিতির কর্তার।

Leave a Reply