PANDESWAR-ANDAL

লাউদোহার কোচডিহি গ্রামে পল্লী উন্নয়ন সমিতি ক্লাবঘরের উদ্বোধন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : শনিবার লাউদোহার কোচডিহি গ্রামে পল্লী উন্নয়ন সমিতি ক্লাবঘরের শুভ উদ্বোধন। ক্লাবঘরটির শুভ উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় । ইসিএলের ঝাঁঝরা এরিয়া রেল সম্প্রসারণের ফলে অধিগৃহীত হয় কোচডিহি সহ বেশ কয়েকটি গ্রামের জায়গা। সেই অধিগ্রহণের ফলে কোচডিহি উন্নয়ন সমিতি ক্লাবটির ক্ষতিগ্রস্ত হয় । ইসিএল কর্তৃপক্ষ ঝাঁঝরা পুরাতন কলোনি এলাকায় অত্যাধুনিক সমিতি ক্লাবঘরটির নির্মাণ করেন ।

উন্নয়ন সমিতি ক্লাবঘরটি শুভ উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সঙ্গে ছিলেন ঝাঁজরা এরিয়া মহাপ্রবন্ধক অজয় কুমার শর্মা মহাশয়, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট বর্গ ।অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন ,এলাকার আর্থসামাজিক উন্নতিতে সাহায্য করবে এই ইসিএলের রেল সম্প্রসারণের প্রকল্পটি ।উপকৃত হবেন ঝাঁজরা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গ্রামের স্থানীয় মানুষজন।তাই গ্রামবাসী এবং ECL কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টাই এই প্রকল্পটি সুদৃঢ় করে গড়ে তুলতে হবে।

Leave a Reply