BARABANI-SALANPUR-CHITTARANJAN

ANTI DRUG DAY বারাবনি থানার পক্ষ থেকে সচেতনতা RALLY

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বিশ্ব মাদক বিরোধী দিবস উদযাপিত হল বারাবনি থানার উদ্দোগে -আজ বিশ্ব মাদক বিরোধী
দিবস উপলক্ষে বারাবনি থানার পক্ষ থেকে একটি শোভাযাত্রা আয়োজন করা হয়। দোমাহানি কেলেজোড়া হাই স্কুল মাঠ থেকে এই শোভা যাত্রা শুরু হয়। এদিন দোমাহানি কেলেজোড়া স্কুলের ছাত্র-ছাত্রীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সঙ্গে দোমাহানি ক্যারাটে একাডেমি ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। এই শোভাযাত্রাটি দোমাহানি বাজার এলাকার বিভিন্ন জায়গায় পরিক্রমা করে।

এই শোভাযাত্রায় কচিকাচাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিত্র প্রতিমা প্রধান। সঙ্গে উপস্থিত ছিলেন বারাবনি থানা ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল। জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত এছাড়াও কচিকাচাদের সঙ্গে এই শোভাযাত্রায় পা মেলালেন বারাবনি থানা সি,পি,ভি,এফ কর্মীরা এবং বারাবনি থানার সাব-ইন্সপেক্টর স্নেহাশিস রায় সহ আরো অনেকে।

Leave a Reply