ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: ( Asansol Raniganj News Today ) রানিগঞ্জের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ আনলেন এক তরুণী বৃহস্পতিবার, ওই তরুণী রানিগঞ্জ বেসরকারি হাসপাতালের ডাক্তার বিবাহিত হওয়ার পর ওই তরুণীকে বিয়ে করে বলেই অভিযোগ উঠেছে। তার দাবি মিথ্যা কথা বলে তাকে দীর্ঘদিন ধরেই যৌন শোষণ করে যাচ্ছে ওই ডাক্তার। তাকে বিয়ে করার নাটকও করে তাকে শোষণ করতে থাকে বলে অভিযোগ।

এ বিষয়ে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তার দাবি ওই চিকিৎসক এর সাথেই তিনি জীবন যাপন করতে চান কিন্তু তারপরও তার স্ত্রী তাকে শাসিয়ে বেড়াচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। ওই অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি।

Leave a Reply