ASANSOL

আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনে বকরিদকে সামনে রেখে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের আলোচনা হলে বকরিদ ইদুজ্জোহাকে সামনে রেখে সোমবার দুপুরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , সুব্রত অধিকারী, মানস দাস, দিব্যেন্দু ভগত, ইন্দ্রানী মিশ্র বৈঠক উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন পুরনিগমের বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়ার সহ অন্য আধিকারিকরা।


বৈঠক শেষে সাংবাদিকদের মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসন্ন বকরিদ বা ইদুজ্জোহাকে সামনে রেখে পুরনিগমের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাতে উৎসব নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়। তিনি আরো বলেন, প্রতি বছর বকরিদ বা অন্য সব উৎসবকে সামনে রেখে মিউনিসিপ্যাল কর্পোরেশন যেভাবে বিদ্যুৎ, জলের যথাযথ ব্যবস্থা করে থাকে, এ বছরও বকরিদকে সামনে রেখে সেইসব আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনে পুনর্বহালের বিষয়েও বলেন যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মচারীদের পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে। আশা কর্মীদের পুনর্বহাল করার জন্য ফর্ম দেওয়া হয়। এ প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

Leave a Reply