ASANSOL

আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফাদার স্ট্যান এর স্মরণ সভা

বেঙ্গল মিরর, আসানসোলে : আজ থেকে ঠিক এক বছর আগে এইদিনে শহীদ হয়েছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ফাদার স্ট্যান স্বামী।তাই আজ সারা দেশে এই দিনটি স্ট্যান স্বামী স্মরণ দিবস হিসাবে পালন করার ডাক দিয়েছিলেন দেশের মানবাধিকার সংগঠন সমূহের মঞ্চ সিডিআরও।সেই ডাকে সাড়া দিয়ে আসানসোল জেলা গ্রন্থাগারে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হল।

এই সভায় বক্তব্য রাখেন গৌতম মন্ডল ( সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন), শিপ্রা ( সিপিডিআরএস),জয়গোপাল দে( এপিডিআর),সোমনাথ চ্যাটার্জী( এআইসিসিটিইউ), অর্নব মুখার্জী( নাট্যকার),জয়া মিত্র ( পরিবেশ কর্মী), স্বপন বিশ্বাস ( নাট্যকার),স্বাতী ঘোষ( এসিআরএ)।সভায় কবিতা পড়েন সুদীপ্ত রায়।অনুষ্ঠান পরিচালনা করেন সুমন কল্যাণ মৌলিক।

Leave a Reply