ASANSOLRANIGANJ-JAMURIA

নাবালিকা সাহস দেখাল রুখে দিল বিয়ে, মারধর করেও দমানো গেলো না

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) নিখরচায় উল্টো রথের আগেই বিয়ে দেওয়া হবে এই বিষয় জানিয়ে এক বছর ১৬র নাবালিকাকে বিয়ে দিতে যাচ্ছিল নিম্নবিত্ত পরিবারের দম্পতি। কিন্তু ওই ছাত্রীর পড়ার প্রতি অদম্য ইচ্ছায় ও শিক্ষক হওয়ার স্বপ্ন মনে থাকায় নাবালিকা মেয়েকে দমানো গেলো না মারধর করেও। শেষমেষ নাবালিকা নিজেই পঞ্চায়েত সদস্যদের কম বয়সে তার বিয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়টি জানিয়ে দিয়ে প্রশাসনের দ্বারস্থ হলে। নাবালিকার জোর করে বিয়ে দেওয়ার এই খবর পাওয়ার পরপরই পুলিশ প্রশাসন ও সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা চাইল্ড লাইন দপ্তরের বিশেষ দলকে নিয়ে মঙ্গলবার দুপুরে অতর্কিতে ওই নাবালিকার বাড়ি পৌঁছে সতর্ক করলেন ওই নাবালিকার পরিবারকে।

ঘটনাস্থলে নিমচা ফাঁড়ির পুলিশ, ওই পরিবারের বাবা মায়ের কাছে নাবালিকার কম বয়সে যাতে বিয়ে দেওয়া না হয় তার জন্য মুচলেকা দিয়ে ওই ছাত্রীকে পুলিশি নজরদারিতে রাখার ব্যবস্থা করলেন। মঙ্গলবার এমনই বিষয় লক্ষ্য করা গেল যে জেমেরি গ্রাম পঞ্চায়েতের নিমচা গ্রামের, মল্লিকপাড়া এলাকায়। সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন মেয়েটির আগামী সময়ের পড়াশোনার সার্বিক বিষয়গুলি নিয়ে তারা সহায়তা করবেন।

Leave a Reply