রানিগঞ্জের মার্কেট কমপ্লেক্স তৈরীর বিতর্ক প্রসঙ্গ উঠলো পুরনিগমের বোর্ড বৈঠকে, কাজ হবে স্বচ্ছতার সঙ্গে, জানালেন মেয়র
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত ( Asansol Live News Today ) : রানিগঞ্জের নির্মীয়মান মার্কেট কমপ্লেক্স বিতর্ক প্রসঙ্গ এবার উঠলো আসানসোল পুরনিগমের কাউন্সিলরদের বোর্ড বৈঠকে। মঙ্গলবার পুর ভবনের মুখোমুখি হলে হওয়া জুলাই মাসের বৈঠক রানিগঞ্জের নির্মীয়মান মার্কেটিং কমপ্লেক্সের বিষয়টি তুলে কংগ্রেস কাউন্সিলর গোলাম সরবর এবং বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত প্রশ্ন করেন। পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আশ্বস্ত করে তাদেরকে বলেন, নিয়মের বাইরে কোন কাজ করা হবেনা।
বৈঠকের পরে মেয়র বিধান উপাধ্যায় সাংবাদিকদের বলেন, আসানসোল পুরনিগমের সঙ্গে, সেই সংস্থারই চুক্তি হবে, যাদের সঙ্গে আগে থেকে রানিগঞ্জে মার্কেট কমপ্লেক্স তৈরী করা নিয়ে একটি চুক্তি আছে। তৃতীয় কোনও সংস্থার সঙ্গে নয়। আদালতে নির্দেশ মতো সবকিছু করা হবে। তা হবে স্বচ্ছতার সঙ্গে। এদিনের বৈঠকে পুর কাউন্সিলরদের তা জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গতঃ, দুদিন আগেই আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলরদের দলনেত্রী চৈতালি তেওয়ারি প্রথম রানিগঞ্জের এই মার্কেট কমপ্লেক্সের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি সরাসরি এই ঘটনায় আসানসোল পুরনিগমের পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন। তার পাল্টা জবাব সোমবার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে তার উত্তর দিয়েছিলেন। সোমবারই এইনিয়ে তদন্ত চেয়ে প্রশ্ন তুলে মেয়রকে চিঠি দিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর গোলাম সরবরও। বোর্ড বৈঠক শেষে কংগ্রেস কাউন্সিলর বলেন, রানিগঞ্জের ঐ মার্কেট কমপ্লেক্স তৈরী করা নিয়ে ঐ কোম্পানির সঙ্গে কি চুক্তি হয়েছে এটা সবার সামনে আসা উচিত।
উল্লেখ্য এদিনের বৈঠকে চৈতালি তেওয়ারি ছিলেন না।
পরে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, বৈঠকে আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে কি কি উন্নয়নমুলক কাজ করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। সব ওয়ার্ডে উন্নয়ন কাজ করা হবে। বর্ষাকালের বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। বৃষ্টির জল জমে যাতে শহর বা পুর এলাকা জলমগ্ন না হয়, তার পরিকল্পনা আগেই করা হয়েছে। সব হাইড্রেন ও গাড়ুই নদী সংস্কার করা হয়েছে। তিনি আরো বলেন, রাস্তাঘাট সংস্কার, পানীয়জল সরবরাহ থেকে স্ট্রিট লাইট লাগানোর বিষয়টি এদিনের বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করা হয়েছে।