ASANSOLKULTI-BARAKAR

কুলটি থানায় মিট ইওর অফিসার কর্মসুচিতে উপস্থিত সিপি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্দোগে চালু করা হয়েছে মিট ইওর অফিসার নামের কর্মসূচি।যে কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিটি থানায় সপ্তাহে একদিন করে উচ্চ আধিকারিক পৌঁছাবেন আর সেখানে স্থানীয় মানুষের সাথে কথা বলে সুবিধা অসুবিধার কথা সরাসরি জানবেন।সেই কারণেই বৃহস্পতিবার কুলটি থানায় এই কর্মসূচির আয়োজন করা হয় । যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম ৷ এছাড়াও ডিসি পশ্চিম অভিষেক মোদী, এ -সি-পি কুলটি সুকান্ত ব্যানার্জী, এছাড়াও কুলটি থানার অন্তর্গত সমস্ত ফাঁড়ির আধিকারিকরা ৷


এদিনে এই কর্মসূচির মধ্যে দিয়েই কুলটি অঞ্চলে চুরি যাওয়া ৬০ টি মোবাইল উদ্ধার করে মোবাইল গুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়।এছাড়াও এদিন কুলটি অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রী দের সম্মাণিত করার পাশাপাশি সংবর্ধনা জানানো হয় ৷
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম জানান যে আজকে মিট ইওর অফিসার নামের কর্মসূচি রাখা হয়েছে কুলটি থানায় সেখানে পুলিশের ভালো কাজগুলি সামনে আনা হয়েছে যেমন কিছু চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে সেগুলো মালিকের হাতে ফেরত দেওয়া হল ।এছাড়া কিছু অভিযোগ আসছিল যে এলাকায় চোরাই ভাবে দেশি মদের দোকান চলছে সেগুলো বন্ধ করতে হবে তাছড়া জুয়ার ঠেক,অবৈধভাবে কারবারের প্রতি কড়া পদক্ষেপ রাখা হবে ।কিছু জায়গায় পুলিশ নিরাপত্তা জোর দিতে হবে ।

Leave a Reply