ASANSOLKULTI-BARAKAR

লছিপুর যৌনপল্লীতে স্কুল পরিদর্শনে সিপি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পুরনিগমের অন্তর্গত কুলটি লছিপুর অঞ্চলের যৌনপল্লীতে ১৯৯৫ সাল থেকে পুলিশ প্রশাসনের সহায়তায় ওখানকার শিশুদের পঠন পাঠনের সুবিধার জন্যে শুরু হয়েছে স্কুল ৷ বৃহস্পতিবার ওই স্কুলের শিশুদের সাথে পরিচিত হতে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুধীর কুমার নীলকান্তম ৷

এদিন তিনি ওই স্কুল পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন, মূলত শিশুদের সাথে পরিচিত হওয়ার জন্যেই এই অঞ্চলে আসা ৷ পাশাপাশি যৌনকর্মীরাও তাদের সুবিধা অসুবিধা কেন্দ্রিক কিছু সমস্যার কথা জানিয়েছেন ৷ যা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমাধান করা হবে ৷ একই সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় যাতে কোনো প্রকার বেআইনি কাজ না হয়, সেই দিকেও লক্ষ্য রাখা হবে ৷ একই সাথে এলাকায় যে পার্কিঁং সমস্যা আছে, তার সমাধানের জন্যে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে পার্কিং প্লেসের জন্যে টেণ্ডার ডাকা হয়েছে ৷

Leave a Reply