ASANSOLASANSOL-BURNPUR

হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তা ধস্তি এবং বচসা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : মঙ্গলবার আসানসোল হিরাপুর থানার অন্তর্গত চিত্রা মোড়ে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক প্রতিবাদ ও বিক্ষোভ সভাকে ঘিরে ধস্তাধস্তি। মূলত রাজস্থানের শ্রমিক কানহাইয়ালালের হত্যা এবং রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগরের তৃনমুল সাংসদ মহুয়া মৈত্র – র হিন্দু দেবী মা কালী নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়েই ওই প্রতিবাদ কর্মসূচি ছিল। কিন্তু বিকেল গড়াতেই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তা ধস্তি এবং বচসার সৃষ্টি হয়। কুশপুতুল দাহকে কেন্দ্র করে পুলিশের সাথে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি ও বচসা শুরু হয়ে যায়।


আগাম অনুমতি না থাকার কারণে বচসা শুরু হয় পুলিশের সঙ্গে। হিন্দু জাগরণ মঞ্চ কর্মীদের কাছের থেকে কুশপুতুল সরিয়ে নিয়ে যায় পুলিশ। এরপরে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা পথ অবরোধ করতে গেলে পুলিশ বাধা সৃষ্টি করে। বেশ কিছুক্ষণ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ওই কর্মসূচিতে হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণ বঙ্গের সহ সভাপতি প্রভাত মুখার্জী, জেলা সম্পাদক অমিত সরকার, মাতৃশক্তি থেকে পায়েল রায়, নবনীতা ব্যানার্জী থেকে শুরু করে অন্যান্য সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন।পুলিশ জানিয়েছে যে এলাকায় শান্তি যাতে বিঘ্নিত না হয় সেজন্য তারা দায়িত্ব পালন করছেন।

Leave a Reply