ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

গুরু পূর্ণিমা উপলক্ষে প্রান্তপল্লী সত্যধাম আশ্রমে মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আজ গুরু পূর্ণিমা দিন উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও সালানপুর ব্লকের প্রান্তপল্লী স্বামী সত্যানন্দ মন্দির আশ্রমে বাৎসরিক প্রতিষ্ঠা দিবস পালিত হল । এই উপলক্ষে মন্দির প্রাঙ্গনে হরিনাম সংকীর্তন, চন্ডীপাঠ,পূজা অর্চনা এবং অন্নভোগের আয়োজন করা হয়।এই পূজা অনুষ্ঠানে উপস্থিত হন বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।

এদিন আশ্রমে এসে বিধান বাবু পূজা অর্চনা করেন এবং ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।একই সাথে আশ্রমের স্বামী সত্যানন্দ মহারাজ এর কাছে আশীর্বাদ ও প্রসাদ গ্রহণ করেন ।এদিন স্বামী সত্যা নন্দ মহারাজ বলেন গুরুপূর্ণিমা সহ আজ আশ্রমের প্রতিষ্ঠা উৎসব পালন করা হচ্ছে।আজ আশ্রমে অন্ন ভোগ, কীর্ত্তন, চন্ডীপাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে.যেখানে আশপাশের গ্রামের সহস্র মানুষ প্রসাদ গ্রহণ করতে আসে ।

Leave a Reply