North Bengal NewsWest Bengal

সাত সমুদ্র তেরো নদী পার করে সুদূর আমেরিকাতেও বিশেষ খ্যাতি নয়াবাজারের দইয়ের

বেঙ্গল মিরর, জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: ( Demand of West Bengal Curd In USA ) বঙ্গবাসীর মন জয় তো আগেই হয়েছে, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দই প্রত্যেক বছর পাড়ি দেয় শুধু সুদূর প্রবাসেও। কথা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিখ্যাত নয়াবাজারের দই এর। যার খ্যাতি ছড়িয়ে রয়েছে শহর ছেড়ে গ্রাম ,জেলা ,রাজ্যে ছাড়িয়ে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে। যেমন অতুলনীয় গন্ধ তেমনিই স্বাদ সেকারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নয়াবাজারের দই কিনতে। কথায় বলে বাঙালির শেষ পাতে একটু দই না হলে ঠিক জমে না।

নয়াবাজারের দইয়ের মধ্যে ক্ষীর দই, টকদই, সাদাদই, চিনিপাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয়। পুরনো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা। জন্মদিন বিয়ে থেকে শুরু করে নানান অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে নয়াবাজারের দই এর জনপ্রিয়তার তুঙ্গে বহু প্রজন্ম ধরে। নয়াবাজারের দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন “উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, পার্শ্ববর্তী রাজ্য এমনকি আমেরিকাতেও আমাদের দই পাড়ি দেয় প্রত্যেক বছর ।


তার কথায় “লকডাউনে ব্যবসা কিছুটা খারাপ হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে লকডাউন শিথিল হতেই পুনরায় ব্যাবসা ভালো হচ্ছে।সেই কারণে মুখ্যমন্ত্রীকে ও ধন্যবাদ জানিয়েছেন দই ব্যবসায়ী।”
দই কিনতে আসা এক ক্রেতা মানিক সরকার বলেন, “নয়াবাজারের দই রাজ্যজুড়ে নামডাক রয়েছে, সাধ্যের মধ্যে এত সস্তায় এইরকম ভাল দই পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যাবেনা। তাই আজও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই নয়াবাজারের দই কিনতে ভিড় জমান প্রচুর মানুষেরা। এ দই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কথায় আছে নয়াবাজারের  ক্ষীর দই বাঙালির শেষপাতের একটি পদ। সব শেষে বলাই বাহুল্য বঙ্গবাসীর পর সুদূর প্রবাসের আমেরিকাতেও মন জয় করেছে নয়াবাজারের দই।

Leave a Reply