ASANSOL

বড় বাসের কর্মচারীদের স্বার্থে আইএনটিটিইউসির পদক্ষেপ, বাস মালিকদের সঙ্গে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে আসানসোল কর্পোরেশনের অদূরে জিটি রোডের রাহালেনের কাছে বাস এ্যাসোসিয়েশনের কার্যালয়ে বাসচালক, কন্ডাক্টার এবং কর্মচারীদের স্বার্থে বাস মালিকদের সঙ্গে একটি বৈঠক হয়। ঐ বৈঠকে আইএনটিটিইউসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভানু বোস, সঞ্জয় সিং , বিনোদ ভার্মা প্রমুখ।

বৈঠক নিয়ে পরে ভানু বোস বলেন যে,” এতদিন পর্যন্ত মিনিবাস এবং অন্যান্য যানবাহনের ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন থাকলেও বড় বাসের ক্ষেত্রে ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ছিলোনা। তাই এই বৈঠকে বড় বাস মালিকদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব দেওয়া হয় যাতে বড় বাসের কর্মচারীদের ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন দ্রুততার সঙ্গে তৈরি করা হয়। ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোন কর্মীর দুর্ঘটনা ঘটলে অথবা দুঃসময়ে সাহায্য করা হয়। তাই কর্মীদের স্বার্থে দ্রুততার সঙ্গে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই প্রস্তাব নিয়েই ওই বৈঠক সংগঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *