বার্নপুরে ইস্কোর জমি দখল নিয়ে দুই পাড়ার সংঘর্ষ, আহত ৪, ধৃত ৩
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বার্ণপুরের আইএসপি বা ইস্কো কারখানার জমি দখল নিয়ে দুই পাড়ার বাসিন্দাদের সংঘর্ষ হয়। বুধবার রাতে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের মুঙ্গেরিয়া খাটালপাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে অন্ততঃ চারজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষের জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপক্ষের ২০ জনকে আটক করে পুলিশ । পরে তিনজনকে গ্রেফতার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়।




জানা গেছে, বার্ণপুরের মুঙ্গেরিয়া খাটালপাড়ায় বার্ণপুর ইস্কো কারখানা জমি খালি রয়েছে সেই জমিতে একটি বাড়িও আছে। ঐ জমির দখল নিয়ে এলাকার দুটি পাড়ার বাসিন্দাদের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। শেষ পর্যন্ত বুধবার রাতে সেই বিরোধ সংঘর্ষের চেহারা নেয়।
স্থানীয় কাউন্সিলর গুরমিত সিং বলেন, ইস্কো কারখানার জমিকে দখল নিয়ে এলাকার দুই পাড়ার মধ্যে সংঘর্ষ হয়েছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বেশ কয়েকটি বাড়ি, গাড়ি ভাংচুরও করা হয়। উভয় পক্ষের চারজন আহত হয়। তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে পুলিশ জানায়, মোট তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।