ASANSOL

আসানসোলের মেয়রের নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল, পেজ, গ্রুপ চলছে, সতর্ক করা হল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোলের মেয়রের নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল, পেজ, গ্রুপ চলছে, সতর্ক করা হল। আজ সাধারণ থেকে সেলিব্রিটি সবাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। কিন্তু দেখা যায় অনেক সেলিব্রিটি এবং উচ্চপদস্থ মানুষেরও ফেক অ্যাকাউন্ট রয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ধরনের ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে কিছু ঠগও প্রতারণা করছে।

আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক এবং তৃণমূল জেলা সভাপতি বিধান উপাধ্যায় নিজেই তার অফিসিয়াল পেজে লিখেছেন যে আমি বিধান বলছি, আমি কিছু স্ক্রিনশট পোস্ট করেছি, কিছু পেজ, প্রোফাইল ফেসবুকে চলছে। এসবকে ভুয়া বা নকল বলা যেতে পারে।

দেখুন ছবি :

Leave a Reply