ASANSOL-BURNPUR

দশ মাথার তালগাছ দেখতে জনসমাগম

বেঙ্গল মিরর, আসানসোল : ( Unique Tree at Burnpur ) আসানসোল হীরাপুরে বটতল গ্রামের মধ্যে একটা তাল গাছ থেকে দশ থেকে পনেরোটা মাথা দেখতে ক্রমশঃ ভীড় বাড়ছে। এই জেলার বারাবনির ভানোড়ার কাছে একটা তাল গাছ থেকে তিনটা মাথার গাছ দেখতে ভীড় হতো, বার্নপুরের বটতল গ্রামের এই গ্রামের অত্যাশ্চর্য গাছ দেখতে বহু মানুষের জনসমাগম হচ্ছে। গ্রামের বর্ষীয়ান বাসিন্দা পিয়ারী রায় জানান তার বয়স ষাট পেরিয়ে গেছে তিনি তার দাদুর কাছ থেকে শুনেছেন অদ্ভুত ভাবে একটা তাল গাছ থেকে অনেক মাথা বার হয়েছে তবে কটা মাথা বার হয়েছে তা গুনেন নি সম্বভত দশ থেকে পনেরোটা মাথা।

এই গাছের ছবি তুলতে বিভিন্ন জায়গায় লোক আসে বহু আগে এই গাছের তলায় কালীপূজা হতো বর্তমানে আর হয় না তবে চেষ্টা করা হচ্ছে পুনরায় কালি পূজা শুরু করতে। আসানসোল পৌরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ ওরাং জানান তিনি শুনেছিলেন ভানোড়াতে তিন মাথার একটা তাল গাছ আছে কিন্তু তাদের গ্রামেই দশ থেকে পনেরো মাথার তাল গাছ আছে আগে লোকে জানতো না তিনি তার দাদুর সময় থেকে শুনে আসছেন এই দশ পনেরো মাথার তাল গাছের নীচে কালিপূজো হতো সামর্থ্য না থাকার কারণে পূজা বন্ধ হয়ে যায় তবে তিনি চেষ্টা করবেন এলাকাটা পরিস্কার করে পুনরায় কালীপূজা শুরু করতে তাছাড়া গাছের ছবি তুলতে বিভিন্ন জায়গার লোকেরা আসছে তাই জায়গাটা পরিস্কার করতে হবে।

Leave a Reply