ASANSOL

সকাল থেকেই কোলকাতা যাওয়ার জন্য তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ

বেঙ্গল মিরর, আসানসোল :  একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই কোলকাতা যাওয়ার উদ্দেশ্যে আসানসোল ও দুর্গাপুর স্টেশনে উপচে পড়লো তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। সকাল থেকেই ধর্মতলায় সভায় যাওয়ার জন্য তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মত। সকাল থেকেই লোকাল এবং দুর পাল্লার সমস্ত ট্রেনে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের যাতে ট্রেনে চাপতে এবং কোনো রকম সমস্যা না হয় তার জন্য সকাল থেকেই আসানসোল ও দুর্গাপুর স্টেশনে মোতায়েন রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।


যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাচ নেই তাদের ব্যাচ পরিয়ে দেওয়ার পাশাপাশি যারা প্রথমবার ধর্মতলার সভায় যাচ্ছেন তারা কিভাবে ধর্মতলা সভায় পৌঁছাবেন তা বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। তৃণমূল কর্মী সমর্থকদের আশা এ বছর ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় রেকর্ড সংখ্যায় মানুষ ভিড় জমাবেন সভা সফল করার উদ্দেশ্যে। একদিকে যেমন সড়ক পথে কড়া নজরদারিতে মোতায়েন ছিলো কাঁকসা থানার পুলিশ।অপিরদিকে দুর্গাপুর স্টেশনেও সকাল থেকেই মোতায়েন পুলিশ কর্মীরা। আসানসোলের ওয়ার্ড ৪১ এর কাউন্সিলার নিজেই বাস চালিয়ে কর্মীদেরকে নিয়ে কোলকাতা রওয়ানা হলেন।

Leave a Reply