BARABANI-SALANPUR-CHITTARANJAN

একই জায়গায় বার-বার মোবাইলের দোকানে চুরির ঘটনায়, চাঞ্চল্য

বেঙ্গল মিরর,কাজল মিত্র :– আসানসোলের সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া মোড়ে রবিবার ভরদুপুরে আবারো একটি বার্নয়াল মোবাইল নামের দোকানের পিছনের দেওয়াল কেটে বেশ কয়েকটি মোবাইল ফোন সহ নগদ 40,000 টাকা চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ উল্লেখ্য গত কয়েকদিন আগেই আরো একটি মোবাইল দোকানের দেওয়াল কেটে পর পর দুইবার চুরির ঘটনা ঘটে যাওয়া ৷পাশাপাশি রবিবার আরো একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটায়, দেন্দুয়ার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷

এদিন তারা একত্রিত হয়ে আসানসোল থেকে চিত্তরঞ্জনগামী জিটিরোডের দেন্দুয়া মোড় পথ অবরোধে সামিল হয় ৷ প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ চলার পর সালানপুর থানার ভারপারপ্ত আধিকারিক অমিতহাঁটি ঘটনাস্থলে পৌঁছে রাস্তা অবরোধ কারী ব্যবসায়ী দের সাথে কথা বলে আশ্বাস দিলে, রাস্তা অবরোধ উঠে যায় ৷ তবে দিনের আলোয় চুরির ঘটনায় এবং এর আগেও চুরির ঘটনায় ব্যবসায়ী দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে ৷

Leave a Reply