ASANSOLKULTI-BARAKAR

পানীয় জলের অভাব জিটি রোড বন্ধ করে বিক্ষোভ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল পৌর কর্পোরেশনের কুলটি বোরোর বরাকরে অবস্থিত 69 নম্বর ওয়ার্ডের হনুমান চড়াই বাউরি পাড়ায়, বিগত দিনগুলি থেকে পানীয় জলের অভাব নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ছিল। যেখানে রবিবার সকালে হনুমান চড়াই এর বাওরি পাড়ার মহিলা ও পুরুষ খালি পাত্র নিয়ে বরাকর আসানসোল জিটি রোড বন্ধ করে বিক্ষোভ দেখান। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের পর বরাকর থানা পুলিশ ও ট্রাফিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক অবরোধ তুলে নেয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ৬৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জোগা মন্ডল উল্টো পাল্টা কথা বলে স্থানীয় জনগণকে উত্তেজিত করতে থাকেন, একই সাথে কাউন্সিলর স্থানীয় জনসাধারণকে আশ্বস্ত করেন যে দু’দিনের মধ্যে পানীয় জলের সমস্যা যা আছে তা দূর করা হবে। জানা গেছে, পাড়া-মহল্লায় এ সমস্যা রয়েছে। একই লোকালয়ে একটি ওভারহেড ট্যাঙ্কও রয়েছে। তারপর পানীয় জলের সমস্যা রয়েছে ।

Leave a Reply