ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক বাইক আরোহী

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ব্যাস্ত তম ডাবর মোড় এলাকায় প্রায়শই ছোট খাটো কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে।তার মধ্যে যানচলাচল এর সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে রুণারায়নপুর বাসীর কাছে।একদিকে বাসের রেষারেষি অপরদিকে রূপনারায়নপুর জুড়ে দোকানদার দের ফুটপাত দখল আবার রয়েছে টোটো ও আটোর দৌরাত্ব যারফলে এইসব ঘটনা ঘটেই চলেছে।
আর এসবের কারনেই আজ কোন প্রকারে বেঁচে গেল একটি আস্ত জীবন।তবে যেকোন দিন আরো বড়সড় দুর্ঘটনার হাতছানি দিচ্ছে এই যানজট ভরা ডাবোরমোড়।



যার জন্য দায়ী থাকবে ঐসকল ফুটপাত দখল কারী ও বাসের রেষারেষি।
আজকের ঘটনা প্রসঙ্গে জানাজায় যে ডাবর মোড়ের একটি বাসকে আসানসোলের দিক থেকে আসা অন্য আরেকটি বাস ওভারটেক করে দ্রুতগতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ।সে সময় দুর্গা মন্দির রোডের দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী ।ওভারটেক করতে যাওয়া বাসটি ওই বাইক আরোহীকে ধাক্কা মারলে বাইক আরোহিটি ছিটকে পরে ক্ষতিগ্রস্ত হয় বাইকটি ।বাইক আরোহীর সামান্য কিছু চোট লাগলেও দুটি বাসের রেষারেষির কারণে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ওই ব্যক্তি ।


চোখের সামনে এই ধরনের দুর্ঘটনা দেখে স্থানীয় পথচলতি মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠেন।যার ফলে ডাবরমোড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।এর পরে ঘটনাস্থলে ছুটে আসে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ তাছাড়া খবর পেয়ে ছুটে আসেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিজয় সিং (ভোলা)।তবে কিছু সময় যান চলাচল স্বাভাবিক হয়ে পড়ে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় মানুষজন জানান যে ডাবোরমোড় বাস স্ট্যান্ডটি ধীরে ধীরে সঙ্কীর্ণ হয়ে পড়ছে যার কারন দুই দিকে যেভাবে ফুটপাত দখল করে বিভিন্ন দোকান বা ঠেলা লাগাচ্ছে যার ফলে যাতায়াত করতে সমস্যা হয়ে পড়ছে তাছাড়া চিত্তরঞ্জন আসানসোল গামী বাসগুলির দাঁড়িয়ে থাকার যা সময় তার থেকেও বেশি সময় দাঁড়িয়ে থাকে এবং পেছনে কোন বাস দেখলেই ওভার টেক করে আগে যাবার জন্য বাসগুলি নিয়ে যায় এতে যে কোন মুহূর্তে ভয়ংকর দুর্ঘটনার আশংকা থাকে। আজকেও সেই একই পরিস্থিতির শিকার হয় ওই বাইক আরোহী।তবে যাক ওই বাইক আরোহীর সেরকম কিছু হয়নি। পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে গেলে সামান্য চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *