ASANSOLKULTI-BARAKAR

গাঁজা সহ মহিলা ও তার স্বামীকে পুলিশ গ্রেফতার করল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-মাদকবিরোধী অভিযানে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর চবকা এলাকার একটি বাড়ি থেকে সাড়ে তিনকিলো গাঁজা সহ দুই জনকে আটক করে কুলটি থানা পুলিশের একটি দল। জানাজায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের ডিডি ডিপার্টমেন্ট ও কুলটি থানার ও নিয়ামতপুর ফাঁড়ির যৌথ অভিযানে চবকা এলাকার ছটি বিবি ওরফে শোভার নিজ বাড়ি থেকে তল্লাশি চালিয়ে সাড়ে তিনকেজি বস্তা বন্দি গাঁজা সহ এক মহিলা ও তার স্বামীকে আটক করা হয়। অভিযুক্ত দের আজ আসানসোল আদালতে পাঠানো হয় ।

Leave a Reply