ASANSOLRANIGANJ-JAMURIA

Bomb Blast : মাঠে গরু চরাতে গিয়ে দুটো হাতের আঙুল উড়ল এক ব্যক্তির

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমাবাজির ঘটনার পর এবার ফেল মজুদ থাকা বোমের আঘাতে হাত উড়ে গেল হল এক ব্যক্তির। সোমবার সন্ধ্যে নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় জামুড়িয়ার দু’নম্বর ব্লকের ফড়ফড়ি গ্রামে। এর পূর্বেই রবিবার রাত্রে পার্টি অফিস দখল কে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বোমাবাজি হয় দলীয় কার্যালয়ে ,বোমার আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে ।যাদের সোমবার দুর্গাপুর আদালতের তোলা হয়। এরই মধ্যে সোমবার বিকালে মাঠে গরু চরাতে গিয়ে বোমার আঘাতে দুটো হাতের আঙুল উড়ল এক সাধারণ ব্যক্তির। আহত ওই ব্যক্তির ঝন্টু মন্ডল সেই গ্রামের এই বাসিন্দা। সোমবার তাকে গুরুতর আহত অবস্থায় বাহাদুরপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়।


এই ঘটনাকে ঘিরে গ্রামের মানুষেরা প্রশ্ন করতে শুরু করেছেন রবিবারই বোমাবাজির ঘটনা ঘটে আর তারপরই এই ঘটনা, তারই যোগসূত্র, নাকি অন্য কিছু তা নিয়ে হতবাক সকলে। গ্রামবাসীদের এখন প্রশ্ন গ্রামের এদিকে সেদিক কত বোমা রাখা আছে কেউ জানে না? যার জেরে আজ একজন সাধারণ ব্যক্তি গরু চরাতে গিয়ে বোমার আঘাতে আহত হয়েছেন। আগামীতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে বলেই আতঙ্কিত তারা। তার ভাই লিলটু মন্ডলের দাবী এভাবে বোম এর আঘাতে দাদার দুটি হাত উড়ে যাওয়া তারা কখনোই মেনে নিতে পারছেন না তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন আর কোন ঘটনার সঙ্গেও তারা জড়িত নন, শুধু শুধু লুকিয়ে ঝাপিয়ে থাকা বম এর হঠাৎ করে তার দাদার হাত উড়ে যাওয়ায় হতচকিত তারা তাদের দাবি অবিলম্বে পুলিশ প্রশাসন সমগ্র এলাকা তল্লাশি করে এলাকাটি কে নিরাপদ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *