ASANSOLKULTI-BARAKAR

ছাত্র-ছাত্রীদের নিয়ে কমিউনিটি পুলিসিং প্রোগ্রামের আয়োজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরাঙ্গিফাঁড়ির পুলিশের পক্ষ থেকে কুলটির বিন্দু ধাওড়া,ও সমাজ ধাওরা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বুধবার এক কমিউনিটি পলিসিং প্রোগ্রামের আয়োজন করা হয় ৷ যেখানে ক্ষুদে পড়ুয়াদের প্লাস্টিকের ব্যবহার থেকে থার্মোকলের ব্যবহারে পরিবেশে কিভাবে দূষণ বৃদ্ধি পায়,একই সাথে নেশা জাতীয় দ্রব্য সেবনে শারীরিক ও মানসিক যে ক্ষতির শিকার হতে হয় সেই বিষয়ে সচেতন করা হয়।

একই সাথে ক্ষুদে পড়ুয়াদের হাতে একটি করে স্কুল ব্যাগ ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ দাস জানিয়েছেন, আদিবাসী গ্রামের মধ্যে এই বিদ্যালয় হওয়ায় বিদ্যালয়ে আদিবাসী পড়ুয়াদের উপস্থিতির হারো বেশি থাকে ৷ সেখানে দাঁড়িয়ে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলে।

ছোটো থেকেই পড়ুয়াদের মনে এই সব বিষয়ে সচেতনতা তৈরীর ক্ষেত্রে শিক্ষকরা ভূমিকা নিলেও প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ অবশ্যই প্রশংসা যোগ্য ৷এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ-সি-পী সুকান্তব্যানার্জী,চৌরাঙ্গি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অলকেশব্যানার্জী, কুলটি থানারপুলিশ ও স্কুলেরশিক্ষক শিক্ষিকা গন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *