ASANSOL

আসানসোল শিল্পাঞ্চল জুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ তৃনমুল ছাত্র পরিষদের

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ইতিমধ্যেই এসএসসি দূর্নীতি ও গরু পাচার মামলায় ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বীরভূমের দলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সরাসরি তার বিরোধিতা বা প্রতিবাদ না করলেও,কেন্দ্র সরকার তথা কেন্দ্রের শাসক দল বিজেপি রাজনৈতিক স্বার্থে বারবার সিবিআই ও ইডিকে ব্যবহার করছে বলে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস।


এবার এই কেন্দ্রীয় সংস্থার রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে ও নিরপেক্ষ তদন্তের দাবিতে পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল ছাত্র পরিষদের তরফে শুক্রবার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়। তার নেতৃত্বে ছিলেন সংগঠন নেতা অভিনব মুখোপাধ্যায়। সেই মিছিল ওল্ড স্টেশন পর্যন্ত যায়। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটি সদস্য প্রান্তিক চক্রবর্তী, স্বরাজ ঘোষ, শ্রেষ্ঠা দাস, মীর সিদ্দিক, পশ্চিম বর্ধমান জেলা কনভেনার অভিনব মুখার্জি এবং নর্থব্লক ১ এবং ২ এর সভাপতি শিলাদিত্য রায় সহ সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply