PANDESWAR-ANDAL

সিবিআই-ইডির বিরুদ্ধে তৃণমূলের ধিক্কার মিছিল পাণ্ডবেশ্বরে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ‘ইডি-সিবিআই বিজেপির পা চাটা কুত্তা’,-বলে মন্তব্য করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সিবিআই-ইডির বিরুদ্ধে তৃণমূলের ধিক্কার মিছিল হয় পাণ্ডবেশ্বরে। পার্থ চট্টোপাধ্যায়ের পর অনুব্রত মণ্ডল। দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা। এনিয়ে তৃণমূল শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে পান্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় হইতে পাণ্ডবেশ্বর স্টেশন পর্যন্ত এই ধিক্কার মিছিল হয়।

অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকে গৌরবাজারে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় ।এই ধিক্কার মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।এই মিছিল থেকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন যে, “ইডি- সিবিআই নিয়ে বিজেপি নোংরা খেলায় মেতেছে । এই অন্যায়ের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষ পথে নামছে । ‘
সেই সঙ্গে দলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘ আমরা নিরপেক্ষ কেন্দ্রীয় এজেন্সির চেহারা আশা করি। নিরপেক্ষ চেহারা কেন হারাচ্ছে? ইডি বলুন, সিবিআই বলুন কেন্দ্রীয় সংস্থা নিরপেক্ষতা হারাচ্ছে। অভিযুক্ত কোনও একটি দলের কেন্দ্রের শাসনকারী দলের না হলে উঠে পড়ে লেগে যাওয়া, কেন্দ্রের শাসকদলের কেউ হলে পদক্ষেপ দেখি না

Leave a Reply