ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ী মোড় লাগোয়া এলাকায় শনিবার তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে ইডি ও সি বি আই এর লাগাতার অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমে অবরোধ কর্মসূচিতে সামিল হল তৃণমূলের ছাত্র যুব নেতা কর্মীরা। এদিন তারা ৬০ নম্বর জাতীয় সড়ক সকাল এগারো টা কুড়ি থেকে ১১.৪০ পর্যন্ত প্রায় কুড়ি মিনিট ধরে অবরোধ করে রাখে এই অবরোধের জেরে ৬০ নম্বর জাতীয় সড়কের দুই প্রান্তে আটকে পড়ে বহু যানবাহন ।

পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের পরই বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয়। এদিনের এই বিক্ষোভের নেতৃত্বদেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মীর সিদ্দিকী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভ ভট্টাচার্য, প্রেম ব্যানার্জি, বিশ্বরূপ দাস, ইমতিয়াজ খান প্রমূখ।

Leave a Reply